মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর ৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

রাইজিং কুমিল্লা অনলাইন

নোয়াখালীর ৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, মনোনয়ন পেলেন যারা/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে সব আসনেই তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া, জানা গেছে যে কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

নোয়াখালীর ঘোষিত ছয় আসনের প্রার্থীরা হলেন:

নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী- ২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

নোয়াখালী-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে নোয়াখালী জেলা বিএনপির সদস্য শিল্পপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এদিকে প্রার্থীতা ঘোষণার সবকটি আসনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধতার সাথে ছয়টি আসনেই বিজয় লাভ করার শপথ নিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুন