মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় স্ত্রী’র বাড়িতে শিকলবন্দী স্বামী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Husband chained to wife's house in Hatiya, Noakhali
নোয়াখালীর হাতিয়ায় স্ত্রী’র বাড়িতে শিকলবন্দী স্বামী/ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামে স্বামীকে শিকল দিয়ে বেঁধে আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীর একাধিক বিয়ে ও অবহেলার প্রতিকার চাইতে গিয়ে প্রথম স্ত্রী তাকে নিজ বাড়িতে শিকলবন্দী করে রাখেন। এ ঘটনা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে; ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষও।

প্রথম স্ত্রী হাসিনা বেগম জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী আব্দুর রহমান বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে সামাজিকভাবে নিয়ম মেনে বিয়ে হয় হাসিনা বেগম ও আব্দুর রহমানের। বিয়ের সময় গ্রাম্য প্রথা অনুযায়ী জামাইকে টাকা-পয়সা ও আসবাবপত্র দেন হাসিনার পরিবার। শুরুতে তাদের সংসার ভালোভাবে চললেও কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দেয়। বাড়তে থাকে দূরত্ব।

স্বামীর বেপরোয়া চলাফেরা ও আচরণের কারণে পরিস্থিতি জটিল হলে কয়েকবার গ্রাম্য সালিসও বসে, তবে কোনো সমাধান হয়নি। এ অবস্থায় আব্দুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি তৃতীয় বিয়েও করেন বলে অভিযোগ প্রথম স্ত্রীর। এরপর দুজনই পৃথকভাবে বসবাস শুরু করেন।

হাসিনা বেগম বলেন, “বিয়ের পর থেকেই আমাকে নানাভাবে নির্যাতন করত। বহুবার সালিস বিচার করেও সমাধান হয়নি। এরপর আরও দুইটা বিয়ে করেছে সে। আমার অধিকার ফেরত পেতেই তাকে ধরে এনেছি। পালিয়ে যাওয়ার ভয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছি।”

হাসিনার মা-বাবার দাবি, দুই বছর ধরে জামাই তাদের মেয়ের খোঁজ নেয়নি। ছেলের পরিবার কখনো তাকে শাসনও করেনি। এখন মেয়ে স্বামীকে ধরে এনেছে—তারা ছেলের পরিবারকে খবর দিয়েছেন; তারা এলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা হবে।

শিকলবন্দী অবস্থায় আব্দুর রহমান জানান, তিনি তৃতীয় বিয়ের কথা অস্বীকার করলেও দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেন। প্রথম স্ত্রীর উগ্র আচরণের কারণেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি করেন। এছাড়া তাকে ধরে এনে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন।

জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, “এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন