
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন টি. এম. মোশাররফ হোসেন। বর্তমানে তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুককে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি মাধ্যমে এই এসপিদের বদলির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাধারণত কোনো জেলায় তিন বছরের জন্য এসপিদের পদায়ন করা হয়ে থাকে। সে হিসেবে এবার যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে যাবে এবং তারা প্রয়োজন অনুযায়ী বদলি–পদায়নের ক্ষমতা প্রয়োগ করবে।
সূত্র আরও জানায়, লটারির আগে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়। তবে যারা পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এই তালিকার বাইরে রাখা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC