নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার বসুরহাট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সভা অনুিষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ-কবিরহাট ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরামের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মুহাম্মদ মশিউর রহমান, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মো.আবুল কাশেম, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মো.আবু তাহের, বসুরহাট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মো.একরামুল হক আনোয়ার , সাধারণ সম্পাদক মাওলানা মো.আবু জাহেদ প্রমূখ।
সভার শুরুতেই ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা তার বক্তব্যে কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার অর্থনীতিতে ব্যবসায়ীদের গুরুত্ব ও অবদানের কথা উল্লেখ করেন। দেশে বিরাজমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করে। একই সাথে ঋণ গ্রহণ ও ব্যবহারে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে খেলাপী ঋণ আদায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC