
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবনটি উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এরপর জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা কারাগার, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী পৌরসভা, জেলা পরিষদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, তাদের অবদান ও জাতি গঠনে তাদের ভূমিকার তাৎপর্য তুলে ধরেন।
এদিকে, দিনব্যাপী জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC