
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসন ছাত্রীদের হলে প্রবেশের নির্ধারিত সময় মেনে চলার নির্দেশ দিয়েছে।
২৮ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রী হলের প্রবেশের সময় রাত ৯টা ৩০ মিনিট নির্ধারিত থাকলেও সম্প্রতি দেখা যাচ্ছে, এর পরেও কিছু শিক্ষার্থী হলে প্রবেশ করছেন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোবিপ্রবি ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে হলে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ নিয়ম ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।










