
শীর্ষ মডেল ফারজানা মেহমুদ উপমা এবার আসছেন নতুন নাটক ‘শেষ ভালোবাসা’ নিয়ে। সম্প্রতি মেজবাহ শিকদারের পরিচালনায় ঢাকা শহরের বিভিন্ন মনোরম স্থানে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
‘শেষ ভালোবাসা’ নাটকে উপমা অভিনয় করেছেন উচ্চবিত্ত পরিবারের এক তরুণীর চরিত্রে। বাবা-মায়ের অবহেলায় মেয়েটি বন্ধুদের আড্ডায় মেতে ওঠে এবং একসময় জড়িয়ে পড়ে নেশার জালে। নেশার কারণে তার প্রেমিক, পড়ালেখা এবং পরিবারের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। সম্পর্ক এতটাই খারাপ হয় যে একপর্যায়ে সে বাড়ি ছেড়ে বন্ধুর বাসায় আশ্রয় নেয়। এরপর গল্পের মোড় নেয় এক চূড়ান্ত পরিণতির দিকে, যা দর্শকদের ভাবিয়ে তুলবে।
নাটকে উপমার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন এরফান অনিক।
নিজের চরিত্র প্রসঙ্গে উপমা বলেন, “নাটকের গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। একজন নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে আমি কাজটি উপভোগ করেছি। নেশা কীভাবে মানুষের স্বাভাবিক জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়, তা এই নাটকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার বিশ্বাস, এই নাটকটি আমার সেরা কাজের তালিকায় স্থান পাবে।”
উল্লেখ্য, ফারজানা মেহমুদ উপমা এর আগেও প্রায় অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘আমি তোমাকেই ভালবাসি’, ‘মেট্রোপলিটন বিভ্রম’, ‘অ্যাডালথুড’, ‘নিয়তির খেলা’ এবং ওয়েব সিরিজ ‘সুপার গার্ল’।