বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরান ও হামাসকে কড়া বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

Rising Cumilla - Trump has a strong message to Iran and Hamas after meeting with Netanyahu
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরান ও হামাসকে কড়া বার্তা ট্রাম্পের/ ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনের পথে অগ্রসর হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরনের সামরিক হামলায় সমর্থন দিতে পারে।

একই সঙ্গে তিনি গাজা উপত্যকায় সক্রিয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের উদ্দেশেও কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, হামাস যদি নিরস্ত্র না হয়, তাহলে তাদের জন্য ‘গুরুতর পরিণতি’ অপেক্ষা করছে।

গতকাল সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভঙ্গুর গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মতবিরোধ ও উত্তেজনার খবরগুলোকে গুরুত্ব না দিয়ে ট্রাম্প বলেন, ইসরাইল চুক্তি অনুযায়ী তার প্রতিশ্রুতি পূরণ করেছে। এ ক্ষেত্রে দায়ভার সম্পূর্ণভাবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

নিজের জাঁকজমকপূর্ণ মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “যদি তারা (হামাস) চুক্তি অনুযায়ী অস্ত্রসমর্পণ না করে, তাহলে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। তাদের তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যেই অস্ত্রসমর্পণ করতে হবে।”

এদিকে, একই দিন সোমবার হামাসের সশস্ত্র শাখা পুনরায় স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই তাদের অস্ত্র সমর্পণ করবে না।

অন্যদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ নেতার একজন শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার দেশ তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে প্রস্তুত থাকবে।

আরও পড়ুন