শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

নেতাকর্মীদের জন্য ৪ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত, চলছে ব্যাপক প্রস্তুতি

রাইজিং ডেস্ক

Rising Cumilla -Jamaat hires 4 pairs of trains for leaders and activists, extensive preparations underway
ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী আনতে ৪ জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে।

এসব ট্রেন চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একবার করে চলবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে ট্রেন পরিচালনার অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই দিবাগত রাত্রে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং ১৯ জুলাই দিবাগত রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ জন্য অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা (লোড ১৪/২৮) স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে।

উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই (পশ্চিম) রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়৷

প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিবাগত) রাত ১টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৬টায়। শনিবার রাত ৮টায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১ টা ১৫ মিনিটে।উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

এই অবস্থায় এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়৷

আরেক চিঠিতে বলা হয়, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। সমাবেশ শেষে ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে ভোররাত ৩টা ৩০ মিনিটে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাবনাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে৷

একইভাবে চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে ট্রেন ছাড়বে সেই ট্রেন ঢাকা পৌছাবে সকালে, আর শনিবার রাতে ছাড়বে রোববার সকালে ঢাকা পৌঁছাবে।

এদিকে শনিবারের ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন