আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদ-উল-আযহা। এরইমধ্যে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে নিজের শহর কিংবা গ্রামে ছুটে যাচ্ছে। চৈত্রের খরতাপের মধ্যেও, যেন কারও কোনো ক্লান্তি নেই। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ছুটতে তারা।
এদিকে, এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট প্রতি বছরের তুলনায় অনেকটাই কম। এতে স্বস্তিতে আছে যাত্রীরা। এছাড়া কোরবানির পশুও যাতায়াত হচ্ছে নির্বিঘ্নে।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) মহাসড়কের দাউদকান্দি, চৌদ্দগ্রাম, পদুয়ার বাজার, বিশ্বরোডসহ বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে দাউদকান্দি টোলপ্লাজায় দুপুর ১২টার দিকে কিছু যানজট দেখা যায়।
এশিয়া এয়ারকন বাসের যাত্রী হায়দার আলী গণমাধ্যমকে বলেন, ভাড়া আগের মতো ৩৫০ টাকা নেওয়া হয়েছে। রাস্তা একদম ফাঁকা। গাড়ির চাপ কম। স্বল্প সময়ে কুমিল্লায় আসতে পেরে ভালো লাগছে।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লায় অঞ্চলে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে হাইওয়ে পুলিশ। অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও, কুইক রেসপন্স টীম, অতিরিক্ত উদ্ধারকারী রেকার এবং তথ্য সংগ্রহ করার জন্য হাইওয়ে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন।
এছাড়া ঈদ উপলক্ষ্যে হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৪৪ টি মোবাইল টীম, ৩৪ টি পিকেট টীম, ঢাকা চট্টগ্রামের মহাসড়কের ২২ থানায় ২২ টি কুইক রেসপন্স টিম, ইন্টেলিজেন্স টিম রয়েছে তথ্য সংগ্রহ করার জন্য, সরকারি এবং বেসরকারি রেকার মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম গণমাধ্যমকে বলেন, গত রোজার ঈদের মতোই পরিকল্পনামাফিক মহাসড়ক যানজটমুক্ত রাখার ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতোই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সুন্দর ঈদযাত্রা উপহার দিতে পারব ঘরমুখো মানুষকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC