ভারতের পশ্চিমবঙ্গে অনেকের মুখে মুখে ও সকল জায়গায় শুনা যাচ্ছে নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিকের নতুন গান নীল পরকীয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমেও পশ্চিমবঙ্গের অনেকে লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী গান এটি।
মুছা হক বলেন, গানটি খুব উপভোগ করছে আমার এলাকার মানুষ। রাস্তাঘাটেও বাজাতে শুনছি।
মনের উঠোনে শিরায় মগজে বখাটে কালো ধোঁয়া-ড্রইংয়ে সিলিংয়ে বিছানা বালিশে নীল নীল পরকীয়া, এ রকম দারুণ কথা ও মুগ্ধতা ছড়ানো সুরের জীবনঘনিষ্ঠ সংগীতচিত্র নিয়ে হাজির হয়েছেন ভারতের বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। গানের শিরোনাম ‘নীল পরকীয়া’।
নচিকেতা চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে পরকীয়া একটি ব্যধিতে পরিণত হয়েছে। অসংখ্য সুখী ও সুন্দর পরিবার এই অবক্ষয়ের কারণে ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে।
আমার কাছে মনে হয় পরকীয়ায় সংসার ভেঙে দেওয়া আর একটি পরিবারের সব সদস্যকে হত্যা করা সমপরিমাণের অপরাধ।
তিনি আরও বলেন, ভয়াবহ এই পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আমি ও মানিক দু’জন মিলে গাইলাম ‘নীল পরকীয়া’। হৃদয়স্পর্শী কাহিনীকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে এর ভিডিও।
আশাকরি, ‘নীল পরকীয়া’ ছড়িয়ে যাবে এবং এর মধ্য দিয়ে পরকীয়ার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন তৈরি হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC