এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

নীতা আম্বানি যেভাবে ৬০ বছর বয়সেও তারুণ্য ও ফিটনেসে ধরে রেখেছেন

Nita Ambani
নীতা আম্বানি | ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি শুধু তার স্টাইল ও ব্যক্তিত্বের জন্যই নয়, তার ঝলমলে ত্বক ও ফিটনেসের জন্যও ব্যাপকভাবে পরিচিত। ষাটের কোঠায় পা দিয়েও তিনি নিজেকে যেমন রক্ষা করেছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণা।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে নীতা আম্বানি তার সৌন্দর্যের রহস্য উন্মোচন করেছে।

পুরো মিডিয়া কিছুদিন আগে অনন্ত প্রাক্‌-বিয়ে নিয়ে মেতে ছিল। সেখানে উপস্থিত হয়েছিল বলিউডের প্রথম শ্রেণির তারকারা। এত সব তারকার ভিড়েও আলাদা করে নজর কেড়েছিলেন নীতা আম্বানি। ষাটের কোঠায় পা দিয়েও নিজের ফিটনেস ও সৌন্দর্য, দুই-ই ধরে রেখেছেন তিনি।

প্রতিদিন কী খাচ্ছেন, সে ব্যাপারে খুবই সতর্ক নীতা আম্বানি। সকালের খাবারের প্রতি থাকে আলাদা নজর। প্রতিদিন বাদাম, বিটরুট ও জুস দিয়ে সকালের নাশতা সারেন তিনি।

অন্তত দুই বেলা বিটের জুস পান করেন নীতা আম্বানি। বিটের জুস যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, তেমনই স্টেমিনা ধরা রাখতে সহায়তা করে। আর ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে বিটের বিকল্প নেই।

Nita Ambani-Mukesh Ambani
নিতা ও মুকেশ আম্বানি | ছবি: ইনস্টাগ্রাম থেকে

নীতা আম্বানির মতে, তার সৌন্দর্যের রহস্য পানি। প্রতিদিন যখনই সময় পান, পানি পান করেন, পান করেন ডাবের পানি। যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে। ত্বককে করে তোলে উজ্জ্বল।

দিনে যত কাজের চাপই থাকুক, শরীরচর্চায় বিন্দুমাত্র ভুল করেন না তিনি। নিয়ম করে যোগব্যায়াম করেন। যোগব্যায়ামের পর সাঁতার। সাঁতার খুবই ভালো ব্যায়াম। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ উপকৃত হয়। রক্ত চলাচলের ব্যবস্থা ভালো থাকে। কার্ডিও দিয়ে শরীরচর্চা শেষ করেন তিনি।

সবুজ শাকসবজির বেশ বড় ভক্ত নীতা। প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি থাকা চাই-ই চাই। বিশেষ করে ভিটামিন কে, ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি–জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করেন তিনি। এ ছাড়া রাতের খাবারে তাঁর জন্য থাকে বিশেষ শাকসবজির স্যুপ। টাটকা খাবার, শাকসবজি খান নীতা।

তবে বাইরের খাবার ছুঁয়েও দেখেন না নীতা আম্বানি। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাইরের খাবার খান না তিনি। চিনি ছাড়া ঘরে বানানো খাবারই তার পছন্দ।