পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেছেন।
গতকাল রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ নির্মাতা।
এদিকে স্বামী ফারুকী অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
স্বামীর শপথ গ্রহণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক-ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী। আলহামদুলিল্লাহ্।’
আর তিশার এ পোস্ট দৃষ্টি কেড়েছে নেটিজেনদের। সেখানে রিঅ্যাকশন জানানোর পাশাপাশি সবাই অভিনন্দন জানাচ্ছেন নির্মাতাকে।
বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন।
প্রসঙ্গত, এদিন মোস্তফা সরয়ার ফারুকীসহ মোট তিনজন উপদেষ্টা শপথগ্রহণ করেছেন। বাকি দু’জন হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC