জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

‘নির্বাহী আদেশে বাড়বে না বিদ্যুৎ ও গ্যাসের দাম’

Rising Cumilla - Electricity and gas
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাসের দাম আর নির্ধারণ করা হবে না নির্বাহী আদেশে। দাম সমন্বয় করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গতকাল রবিবার (১৮ আগস্ট) সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘পরিস্থিতি জটিল না হলে আর দাম বাড়ানো হবে না। আমরা চাই দাম সহনীয় রাখতে। আমরা চেষ্টা করব জনপ্রত্যাশা পূরণ করতে। বিশেষ বিধান আইনে আর নতুন কোনও প্রকল্প নেওয়া হবে না। যে সব প্রকল্প চুক্তির প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো বন্ধ থাকবে।’

মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর রবিবার (১৮ আগস্ট) দুপুর ২টায় প্রথম সচিবালয়ে আসেন। ১৬ আগস্ট (শুক্রবার) অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।