সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন সামনে রেখে এনসিপিসহ ৩ দলের নতুন জোট ঘোষণা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Ahead of the elections, 3 parties including NCP announce new alliance
নির্বাচন সামনে রেখে এনসিপিসহ ৩ দলের নতুন জোট ঘোষণা/ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—একত্র হয়ে নতুন একটি নির্বাচনী জোট গঠন করেছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতে এই জোটে আরও রাজনৈতিক দল যুক্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের প্রার্থীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অভিন্ন প্রতীক নিয়ে অংশ নেবেন। যদিও পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী গণঅধিকার পরিষদ জোটে যোগ দেওয়ার কথা ছিল, তবে সংবাদ সম্মেলনে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন সহ আরও অনেকে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।”

আরও পড়ুন