নভেম্বর ১৮, ২০২৪

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

Elections are Bangladesh's internal affairs, China will not interfere Says Ambassador
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দফতরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, ‘আগামী নির্বাচনে চীন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে সব রকম সহযোগিতা করবে চীন।’

ইয়াও ওয়েন বলেন, ‘উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার পরবর্তী বিশ্ব বাণিজ্যে প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ, সেখানে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে তার দেশ পাশে থাকবে। বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চীন চিন্তিত নয়।’

বিদেশি ঋণ পরিশোধ নিয়ে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও এ সময় উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।