বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ পাঠানো হবে কি না, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় থেকে সেই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত ইইউ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান চেলেরি রিকার্ডো।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকের পর চেলেরি রিকার্ডো বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়।
ইইউ দলের প্রধান আরও জানান, তারা ভোটের পরিবেশ নিয়ে নানা পক্ষের সঙ্গে কথা বলছেন। তারা যা দেখলেন সেটি জানানো হবে। তবে সরকার তাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে।
সকাল ১১টায় ইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দলটির বৈঠক শুরু হয়। ঘণ্টাখানেকের মতো বৈঠক করার পর বেরিয়ে আসেন প্রতিনিধি দলটি।
ইসির সাথে বৈঠকের আগে সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে বৈঠক করে ইইউ’য়ের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি।
ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে। পর্যবেক্ষক দলটি আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি নির্বাচনের সময় পর্যবেক্ষকদের নিরাপত্তা, নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত হওয়ার সম্ভাবনা ও নির্বাচন করার পরিবেশের মতো বিষয়গুলো খতিয়ে দেখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC