সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বাড়াতে কুমিল্লায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বাড়াতে কুমিল্লায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ/ছবি: কুমিল্লা জেলা পুলিশের সৌজন্যে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ‎কুমিল্লায় ৪র্থ পর্যায়ের তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণের মূল স্লোগান হলো— “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”।

এই প্রশিক্ষণ কোর্সের নাম দেওয়া হয়েছে: “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স”।

শনিবার (২২ নভেম্বর) সকালে উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে রাশেদুল হক চৌধুরী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে তাদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”

আরও পড়ুন