বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন কিছুটা সুস্থের দিকে আছেন।

ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার (৩০ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকার ভালো কাজ করবে। কারণ জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে। এ দায়বদ্ধতা থেকে তারা ভালো কাজ করে, সরকার দায়বদ্ধ না হলে ভালো কাজ করবে না। লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। আমরা আশা করছি, হয়তবা জানুয়ারিতে ভোট হয়ে যেতে পারে।

তিনি বলেন, কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা পেন্ডিং আছে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সেখানে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিতবে।

পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।

আরও পড়ুন