নির্বাচনী প্রচারণায় পোস্টার না রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।
তিনি জানান, আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। এটি চূড়ান্ত করার জন্য শিগগিরই কমিশনে পেশ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন ও নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করে একটি চমৎকার আচরণবিধি প্রণয়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে এবং গ্রামীণ পর্যায়ে প্রচারণার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইসি। এক্ষেত্রে প্রয়োজন হলে গণপ্রতিনিধিত্ব আদেশও (আরপিও) সংশোধন করা হবে বলে জানান তিনি।
পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবটি ইতিবাচক। সামাজিক মাধ্যমে প্রচারের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গুজব ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বাড়ানোর পাশাপাশি পেনাল কোডের প্রয়োগও বাড়ানো হবে।
দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি রিট করা হয়েছে। কয়েকটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ২০ এপ্রিলের মধ্যে আরও অনেক দল আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
সীমানা নির্ধারণ আইন প্রসঙ্গে তিনি বলেন, আইনের করণিক ভুল সংশোধনের প্রস্তাব পাঠানো হলেও এখনও অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC