
রাইজিং কুমিল্লা ডেস্ক

মাদুর পেতে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে এ থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। থিম সংটি উদ্বোধন করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি।”
তিনি আরও বলেন, এনসিপি চায় তাদের প্রতিটি আয়োজনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। সে লক্ষ্যেই সাদামাটা পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজেই অংশ নিতে পারেন।
আসিফ মাহমুদ বলেন, “সমাজের সব স্তরের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এমন কোনো জায়গায় অনুষ্ঠান করা হয়নি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত। আজকের এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC