শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনী আচরণবিধি মেনে নিজেই পোস্টার নামালেন কাজী দ্বীন মোহাম্মদ

রাইজিং ডেস্ক

নির্বাচনী আচরণবিধি মেনে নিজেই পোস্টার নামালেন কাজী দ্বীন মোহাম্মদ
নির্বাচনী আচরণবিধি মেনে নিজেই পোস্টার নামালেন কাজী দ্বীন মোহাম্মদ/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি নিজেই তার প্রচারণা পোস্টার অপসারণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১২ নভেম্বর) কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত নির্বাচনী পোস্টার আইন অনুসরণ করে অপসারণ কাজ শুরু হয়।

এ সময় কাজী দ্বীন মোহাম্মদ স্বশরীরে উপস্থিত হয়ে পোস্টার নামানোর কার্যক্রমে নেতৃত্ব দেন। তার এই উদ্যোগ নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী এবং ভোটারদের মধ্যে তার এই পদক্ষেপ ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অনেকে মনে করছেন, আইন মেনে প্রচারণা চালানোর এই দৃষ্টান্ত অন্যান্য প্রার্থীদের জন্যও অনুকরণীয় হতে পারে।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে সকল অবৈধ বা অননুমোদিত প্রচারণা সামগ্রী অপসারণ করা বাধ্যতামূলক।

কাজী দ্বীন মোহাম্মদের এই স্বেচ্ছাপ্রণোদিত পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন