
রাইজিং কুমিল্লা ডেস্ক
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) শনিবার (২৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় অবস্থিত স্বপ্নতরী উন্নয়ন সংস্থার কার্যালয়ে সফলভাবে কমিউনিটি মনিটরিং প্রশিক্ষণ ও গ্রুপ গঠন কার্যক্রম সম্পন্ন করেছে।
আসন্ন বাংলাদেশ জাতীয় নির্বাচন ২০২৬কে সামনে রেখে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ জোরদার করা এবং বিশেষ করে নারীর বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্যসনাক্ত ও প্রতিবেদন করার সক্ষমতা বৃদ্ধি করা।
এই কার্যক্রমটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় এবং সাকমিড কর্তৃক বাস্তবায়িত “নারীর ভোট, নারীর কণ্ঠ” প্রকল্পের আওতায় পরিচালিত হয়।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, এবং সহ-সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি।
প্রশিক্ষণে মোট ১৫ জন কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে ৩ জন করে মোট ৫টি মনিটরিং গ্রুপ গঠন করা হয়।
প্রতিটি গ্রুপে থাকা সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত এবং তারা নিজ নিজ ইউনিয়নে নির্বাচন সংক্রান্ত অনিয়ম, সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।
সাকমিড বিশ্বাস করে, এই ধরনের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ নারীদের নিরাপদ ও তথ্যভিত্তিক ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC