
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন।
তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিলো।
মঙ্গলবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হলের সামনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের বড় একটি অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহত যাত্রীদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অপর আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন চিকিৎসকরা।
মনিরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোনো যানবাহনের ক্ষতি হয়নি।
এ বিষয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।