মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫

নিম্নচাপের প্রভাবে বিদ্যুৎ বিপর্যয়, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক সেবা

রাইজিং ডেস্ক

প্রতীকী ছবি/কোলাজ/রাইজিং কুমিল্লা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অতি ভারী বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট বন্যা ও বিদ্যুৎ বিপর্যয়ে দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৩০ মে, ২০২৫) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে পোস্টে পাঁচ হাজারের বেশি টাওয়ার বা সাইট অচল হওয়ার তথ্য দিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, নিম্নচাপজনিত ঝড়, জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎহীনতার কারণে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, টেলিযোগাযোগ নেটওয়ার্ক দ্রুত পুনরুদ্ধার করতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবার কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তবে মোবাইল অপারেটর সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ১৩ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার বা সাইট অচল হয়ে পড়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৪ হাজার ৪৭৪টি, বাংলালিংকের ৩ হাজার ২০টি এবং রবির ৫ হাজার ৫০০টি সাইট বন্ধ রয়েছে।

তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী পোস্টে আরও জানান, দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলে। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় মোবাইল টাওয়ারগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন