মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী ফোরাম (ইনক) এর উদ্যোগে কুমিল্লায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে ঝমঁকালো আয়োজনের মধ্যদিয়ে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী।
সংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা বলেন, সব দিক থেকে একজন মোশাররফ হোসেন খান চৌধুরী আমাদের জন্য অনুপ্রেরণা। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ব্যাপক কাজ করেছেন। তার হাত ধরেই প্রায় ১০টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তার ভালো কাজগুলো সকলকে অনুপ্রেরণা যোগাবে। তিনি একজন মানবতার ফেরিওয়ালা। তার কাজগুলো সমাজে অনুপ্রেরণা হয়ে থাকবে এবং মানুষ চিরদিন তাকে মনে রাখবে।
এসময় প্রবাসী বাংলাদেশী ফোরাম ইনক সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে মোশাররফ হোসেন খান চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সংগঠনের নের্তৃবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC