নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

নিউইয়র্কে বন্দুক হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের বাবুল নিহত

Babul of Cumilla's Nangalkot was killed in a gun attack in New York
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাফেলো এলাকায় দূর্বৃত্তের গুলিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত বাবুল মিয়া পৌরসদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের অষ্টম সন্তান।

এ বিষয়ে নিহতের বড় ভাই হাবিবুর রহমান (৮০) বলেন, শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টায় অজ্ঞাত দূর্বৃত্তরা বাবুল ও সিলেটের এক প্রবাসীকে গুলি করে।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে গত ১৯৯১ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। ৩ বছর পর দেশে এসে পার্শ্ববর্তী দাউদপুর গ্রামে বিয়ে করেন।

বিয়ের পর স্ত্রী হাবিবাকে (৪০) নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। প্রথমদিকে বাবুল হোটেলে চাকুরী করতো। এরপর হাউজিং ব্যাবসা শুরু করে। বর্তমানে তিনি একাধিক বাড়ির মালিক হয়ে বাড়ির দেখাশোনা করেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তার ভাইকে গুলি করে হত্যা করতে পারে।

সাত সন্তানের মধ্যে তার দেড়বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। তার বড় ছেলে সিফাত নাগরিকত্ব পেয়ে সেখানে গাড়ি চালান।বর্তমানে বাবুলের পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক।