অনেকদিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন ‘রক এন রোল’ গায়িকা টিনা টার্নার। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর।
টিনা ১৯৩৯ সালের ২৬ নভেম্বর টেনেসির নাটবুশে জন্ম করনে।তার মা-বাবা নাম রাখেন আনা মাই বুলক। পপ শিল্পী হিসেবে আনা ওরফে টিনার জনপ্রিয়তা বাড়তে থাকে।স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অনেক কিছু সম্মুখীন হন।
১৯৮০ সালে প্রত্যাবর্তন। তিনি হাজার গান সকলকে উপহার দিন।তার মধ্যে হোয়াট’স লভ গট টু ডু উইথ ইট’, ‘প্রাইভেট ড্যান্সার’, ‘সিম্পলি দ্য বেস্ট’-এর মতো সুপারহিট গান।
এই সংগীতশিল্পীর ১৮০ লাখেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। জীবদ্দশায় তিনি ১২টি গ্র্যামি পুরস্কার জিতেছেন।
টিনার জীবনীর আধারে সিনেমাও তৈরি হয়েছিল— ‘হোয়াট’স লভ গট টু উইথ ইট’। টিনা— দ্য টিনা টার্নার মিউজিক্যাল’ নামে একটি ব্রডওয়ে মিউজক্যালও তৈরি হয়েছিল তার জীবনীকে আধার করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC