জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নামে আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে তৈরি ‘প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শীর্ষক একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ আরটিভি প্রকাশ করেনি এবং নাহিদ ইসলামও এমন কোনো মন্তব্য করেননি।
মূলত, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৪ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাষ করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়।
আরটিভির ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের প্রতিবেদনটি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।’
কী-ওয়ার্ড সার্চে জানা যায়, নাহিদ ইসলাম একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে মন্তব্য করেছেন।
অর্থাৎ, আরটিভির লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ড দিয়ে নাহিদ ইসলামের মন্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC