রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫

নাসিরনগরে ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - BNP protest march in Nasirnagar against Osman Hadi's shooting
নাসিরনগরে ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল/ছবি: প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের (সম্ভাব্য) স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ০৪ টার দিকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে নাসিরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর কলেজ গেট বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেদ, নাসিরনগর উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার সুষ্ঠ ও সঠিক তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন