
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মারা ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) প্রধান আহমেদ শরিফ চৌধুরীকে ঘিরে। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আইএসপিআর সদরদপ্তরে এই ঘটনা ঘটে।
যে নারী সাংবাদিককে আইএসপিআর প্রধান চোখ মেরেছেন, তিনি পাকিস্তানের বেসরকারি সম্প্রচারমাধ্যম জিও নিউজ উর্দুর সাংবাদিক আবসা কোমাল। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে কোমাল আইএসপিআর প্রধানকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে প্রশ্ন করছেন। তিনি বলেন, “আপনার বলা তিনটি কথা বেশ গুরুত্বপূর্ণ; যেমন ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘দিল্লির হাতের পুতুল’। অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল— সেসব থেকে কি এগুলো আলাদা? ভবিষ্যতে কি আরও অভিযোগ যুক্ত হবে?”
জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, “চতুর্থ হিসেবে আপনি আরও একটি পয়েন্ট যোগ করতে পারেন। সেটি হলো— তিনি (ইমরান) একজন মানসিক রোগী।” এ মন্তব্য করার পর তিনি স্মিত হেসে সাংবাদিক কোমালকে চোখ মারেন। আর এখানেই ছড়ায় সমালোচনার ঝড়।
ভিডিওটি এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাকিস্তানি নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানাতে থাকেন। একজন নেটিজেন লিখেছেন, “একদম খোলাখুলিভাবে ক্যামেরার সামনে এ ঘটনা ঘটল। গণতন্ত্র পাকিস্তান থেকে উঠে গেছে। প্রধানমন্ত্রী পুতুলে পরিণত হয়েছেন।”
আরেকজন মন্তব্য করেন, “তিনি পেশাদার সেনা কর্মকর্তা নন।”
তৃতীয় এক নেটিজেন লেখেন, “এই হলো দেশের প্রকৃত অবস্থা। ভিডিওটি প্রমাণ করে, আমাদের সেনাবাহিনী কতটা অপেশাদার। ইউনিফর্ম পরে কেউ কীভাবে এমন আচরণ করতে পারে!”
ঘটনাটি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC