টানা পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সা। দুই লেগ মিলিয়ে রোমাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গতকাল উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। এমিরেটসে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে দুই লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হয়েছিল গানাররা।
এদিকে গত সপ্তাহে ইতালীর রাজধানীতে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে জয় নিয়ে আগে থেকেই এগিয়ে যাওয়া বার্সেলোনা গতকাল প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়। ক্যাম্প ন্যুয়ে ৫৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের হয়ে জোড়া গোল করেন সুইডিশ আন্তর্জাতিক ফ্রিডোলিনা রোলফো । দুই গোলের মাঝে দূরপাল্লার শটে লক্ষ্য ভেদ করেন তার সতীর্থ ম্যাপি লিওন।
বিরতির পরপর পোস্টের বেশ কাছ থেকে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন আসিসাত ওশোলা। এরপর কর্নারের বল জালে জড়িয়ে বার্সেলোনাকে ৫ গোলের ব্যবধানে নিয়ে যান পাত্রি গুইজারো। রোমার হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন অ্যানামারিয়া সার্তুরিনি। শেষ চারের ম্যাচে তাদের প্রতিপক্ষ চেলসি অথবা লিয়ঁ। এদিকে প্রথম লেগে বায়ার্নের কাছে হেরে পিছিয়ে পড়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। কিন্তু গতকাল ইংল্যান্ডে ২০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাবকে হারিয়ে ১০ বছরের মধ্যে প্রথম শেষ চারে জায়গা নিশ্চিত করেছে গানাররা।
ইনজুরির কারণে তারকা ফরোয়ার্ড ভিভিয়েন মিডেমা এবং বেথ মিডের অনুপস্থিতি সত্বেও প্রথমার্ধেই বায়ার্নকে উড়িয়ে দেয় আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে গোল করে স্বাগতিকদের সমতায় ফিরিয়ে আনেন ফ্রিদা মানুম। কিছুক্ষন পর কেটি ম্যাককেবের ক্রসের বল দুর্দান্ত হেডে জালে জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস। খবর - বাসস/এএফপি
উল্লেখ্য, চলতি মৌসুমে স্প্যানিশ লিগে শতভাগ জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনার নারীরা। এছাড়া এই মৌসুমে সব টুর্নামেন্টে শুধুমাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে গত আসরের রানারআপ দলটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্নের কাছে পরাজিত হয়েছিল দলটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC