ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

নারী খেলোয়াড়কে চুমু কাণ্ডে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল প্রধান

Spain football chief apologized for kissing female player
নারী খেলোয়াড়কে চুমু কাণ্ডে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল প্রধান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা জেতার আনন্দে এক ফুটবলারের ঠোটে চুমু দিয়ে ব্যাপক সমালোচিত হন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এর পর থেকেই তাঁকে নিয়ে তীব্র সমালোচনা। সমালোচনার মুখে এই ঘটনার জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি।

গত রোববার (২০ আগস্ট) ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন নারী দল।

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন দলের অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখনই ঘটে সেই কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই ঠোটে চুমু দিয়েছেন সভাপতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চুম্বনের ছবি ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন স্পেন ফুটবলের প্রধান।

সোমবার এক ভিডিও বার্তায় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে রুবিয়ালেস বলেন, ‘অবশ্যই আমি ভুল ছিলাম, সেটা স্বীকার করতেই হয়। আমাকে ক্ষমা চেয়ে এ থেকে শিক্ষা নিতে হবে। সভাপতির দায়িত্বে থাকাকালে আমাকে আরও সতর্ক হতে হবে।’

অবশ্য এই ঘটনা নিয়ে হারমোসো অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। পরে একটি লাইভ স্ট্রিমিংয়ে ৩৩ বর্ষী হারমোসো বলেন, আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।

তিনি আরও বলেন, সভাপতির সঙ্গে আমার এবং দলের সবারই দুর্দান্ত সম্পর্ক। আমাদের সবার সঙ্গে তার আচরণ অসামান্য এবং এটি আসলেই স্নেহ এবং কৃতজ্ঞতার একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ ছিল মাত্র।