গাজীপুর জেলার গাছা তালেব মার্কেট, তারগাছ রোড বালুর মাঠে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ওয়্যারস-৩ প্রকল্পের উদ্যোগে এবং লাউডাস ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী একটি লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) আয়োজিত এই ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়।
আইনি সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে পরামর্শ প্রদান, আইনি সহায়তার আবেদন গ্রহণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি, শ্রম আইন, পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত নানা বিষয়ে বিশদ আলোচনা হয়। প্রশ্নোত্তর পর্বে সরাসরি অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন।
আইনি পরামর্শ প্রদান করেন ব্লাস্টের অ্যাসোসিয়েট লিগ্যাল স্পেশালিস্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত-ই-নূর খানম, প্যানেল আইনজীবী হরি চাঁদ বৈরাগী শাওন এবং গাজীপুর শ্রম আদালতের আইনজীবী শিউলী সুলতানা।
ব্লাস্ট-এর সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ’র সঞ্চালনায় ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট আউটরিচ অফিসার হাবিবা আক্তার, স্থানীয় প্যারালিগ্যাল নাসরিন সুলতানা, নাহিদ ইসলাম, এস.এম মাহমুদুর রহমান ও কোর্ট প্যারালিগ্যাল বিল্লাল হোসেন।
ক্যাম্পে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের শ্রমিক, স্বেচ্ছাসেবক, শিক্ষক, গৃহিণী, ছাত্রছাত্রী, ট্রেড ইউনিয়ন নেতা সহ প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC