নারীদের সংরক্ষিত আসনের ধারা বাদ দিয়ে সরাসরি নির্বাচনে প্রতিনিধিত্ব করার দাবি জানিয়ে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেছেন, প্রতিবারই সংসদে কোনো নেতার বোন, মা অথবা বউ কিংবা নায়িকা গায়িকা এনে শোকেসিং করা হয়। তারা অবশ্যই আসতে পারে কিন্তু যোগ্যতার ভিত্তিতে আসা উচিত।
তিনি বলেন, জাতীয় যুবশক্তি কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি হবে না। এটি বাংলাদেশের যুবকদের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার সংগঠন হিসেবে তৈরি হবে।
শনিবার বিকেলে (১৪ জুন) কুমিল্লার নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ এবং হাফসা জাহান। আরও উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, নীরব রায়হান এবং নাঈম ইসলাম।
এছাড়া বক্তব্যে যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পয়েন্ট কুমিল্লা। যাকে স্বৈরাচার শেখ হাসিনাও ভয় পেতো এবং এই কুমিল্লার কারণে তার পতন হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়ার দাবি জানান।
বক্তারা জাতীয় যুবশক্তির কার্যক্রমকে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC