মে ১, ২০২৫

বৃহস্পতিবার ১ মে, ২০২৫

নাফ নদে ফের আতঙ্ক, চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Naf River
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে চার জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপের কাছে নাফ নদে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) এবং আনোয়ার সাদেক (২৭)। তারা সকলেই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানানো হয়েছে।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, অন্যান্য দিনের মতোই জেলেরা ড্রামের ভেলায় করে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় মিয়ানমার দিক থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়। আরও কয়েকজন জেলে ভয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন