কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিসের যৌথ উদ্যোগে রবিবার (৭ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স কাশফুল বেকারী, মকরোবপুর, নাঙ্গলকোট প্রতিষ্ঠানটিকে বিএসটিআই লাইসেন্স সংক্রান্ত ভুয়া তথ্য প্রদানের অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আব্দুল মালেক সন্স এন্ড ফিলিং স্টেশন, লুদুয়া, নাঙ্গলকোট এর বিরুদ্ধে পরিমাপে ত্রুটি ও অনুমোদিত ডিলারশিপ থাকা সত্ত্বেও বাহির থেকে তেল ক্রয়-বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা, সহকারী কমিশনার (ভূমি), নাঙ্গলকোট, কুমিল্লা।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহম্মেদ ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী হাফিজুর রহমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC