কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক গৃহবধূকে শিকলে বেঁধে ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা শুধু ধর্ষণই নয়, সাথে লুটপাট চালিয়ে জামাকাপড়ে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে।
এই ঘটনায় শুক্রবার (১৮ এপ্রিল) নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগটি যাচাই করে পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে চাকরি করেন। তিনি নিজ বাড়িতে ৭০ বছর বয়সী অসুস্থ শাশুড়ি ও ২ বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করেন।
ঘটনার সময় তিনজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, শিকল ও তালা নিয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁকে অমানবিকভাবে নির্যাতন করে এবং একজন মুখোশধারী তাকে ধর্ষণ করে।। এ সময় অপর একজন তাঁর মাথার চুল কেটে দেন এবং পরে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। যাওয়ার সময় জামাকাপড়ে আগুন ধরিয়ে দেয় তারা।
মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে মো. ইমাম হোসেন (২৪)-এর নাম উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় আসামি জাহিদুল্লাহ (২৫) নামে পরিচিত হলেও তাঁর ঠিকানা পাওয়া যায়নি এবং তৃতীয় একজনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামীর পরিবারের সঙ্গে ইমাম হোসেনের পরিবারের জমি–জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। পূর্ব পরিকল্পিতভাবেই এই পাশবিক হামলা চালানো হয়েছে।
তিনি জানান, ঘটনার সময় ইমাম হোসেন তাঁর শিশুকন্যার জামা মুখে ঢুকিয়ে দেন এবং মুখ চেপে ধরে ওড়না দিয়ে বেঁধে ফেলেন। এরপর লোহার শিকল দিয়ে তাঁর হাত–পা বেঁধে তালা লাগানো হয় এবং একজন মুখোশধারী তাকে ধর্ষণ করে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। এ ছাড়া মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC