কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের বরাতে জানা যায়, পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রশ্নপত্রের ছবি কেন্দ্রের ভেতর থেকে তুলে মোবাইল ফোনে বাইরে পাঠানো হয়।
মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও শিক্ষার্থী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই তাৎক্ষণিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার জানান, “ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাসকে কেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি কেন্দ্র পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত বড় কোনো অসঙ্গতি মেলেনি, তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।”
অন্যদিকে কেন্দ্র সচিব মাস্টার শাহ আলম প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে যায়নি। সম্ভবত কেউ বাইরে থেকে এনে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC