
কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার থেকে আটক করেছে র্যাব-১১ সদস্যরা।
শুক্রবার (৮ আগস্ট) রাতে র্যাব-১১ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৩ আগস্ট দুপুরে ইউপি সদস্য আলাউদ্দিন (৫৩) তাঁর চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী একদল ব্যক্তি তাকে অস্ত্রের মুখে সিএনজিতে তুলে নিয়ে যায়।
বিকেল ৩টার দিকে চান্দাইশ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তাকে কুপিয়ে ও গুলি করে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আসামি গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব জানায়, আলাউদ্দিন মেম্বার ও স্থানীয় আরেক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুলিবিদ্ধ ও ২৫ জন আহত হয়। এর জেরেই হত্যাকাণ্ডটি ঘটে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার সকালে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।