কুমিল্লার নবাগত জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেছেন, জেলার নাগরিকদের সহযোগিতা নিয়ে আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমার কোথাও যদি ভুল হয়, বা আমি মনোযোগ দিতে না পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, কুমিল্লায় শিক্ষা, ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গিবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়ে রুখতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
জেলা প্রশাসক বলেন, কাগজে কিংবা পাথরে নয়, সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। কুমিল্লা ঐতিহ্য দিয়ে ঘেরা জেলা। এ কুমিল্লায় অনেক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। এ কুমিল্লায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি এখানে কাজ করব জেলার নাগরিকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বর্তমান সভাপতি এনামুল হক ফারুক, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদেক মামুন, টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC