কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নরসিংদী জেলার শিক্ষার্থীদের উদ্যোগে মিলনমেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) অনুষ্ঠানটি নরসিংদীর মরজাল ওয়ান্ডার পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং একজন শিক্ষক অংশগ্রহণ করেন।
মিলনমেলায় এসে শিক্ষার্থীরা মরজালের ওয়ান্ডার পার্কটি পরিদর্শন করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার রিলেটেড দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন , “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দুটি দক্ষতা থাকতে হবে। এক. যোগাযোগ দক্ষতা, দুই. মেশিন বেসিক দক্ষতা।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ঊর্মি আক্তার বলেন, “নিজ জেলায় কুবিয়ানদের মিলনমেলা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং প্রতিবার যেন হয় এমন মিলনমেলা অনুষ্ঠান এটা আমার প্রত্যাশা।”
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নিশাত হক আপু বলেন, “ঈদ পরবর্তী এই মিলনমেলা নরসিংদীর সকল কুবিয়ানের কাছে আনন্দের। মিলনমেলায় আমরা নতুনদের সাথে পরিচিত ও আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। শিক্ষক হিসাবে মশিউর রহমান স্যারকে পেয়ে আমরা আনন্দিত। স্যার আমাদের পড়াশোনাসহ ক্যারিয়ার নিয়ে অনেক সাজেশন দিয়েছে। আমি মনে করি এমন মিলনমেলা আমাদের প্রয়োজন। আমাদের বন্ধন অটুট থাকুক আজীবন এবং সবসময় একে অপরকে সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসুক সবাই এটাই আমাদের চাওয়া।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC