সোমবার ২১ জুলাই, ২০২৫

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। পরিবারের অভিযোগ, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই সোমবার ভোররাতে বালুরচরের একদল লোক সায়দাবাদ গ্রামে অতর্কিত হামলা চালায়। হামলার সময়েই মোমেনা খাতুন নিহত হন। এরপর থেকেই রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে, যা এলাকার পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

ঘটনার খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, “রায়পুরা চরাঞ্চলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুন