দৈনিক নয়া দিগন্তের নোয়াখালী অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভূঁইয়ার স্ত্রী মোসাঃ ছায়েরা বেগম (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার সন্তান, স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ছায়েরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC