
প্রবাসী ভোটারদের জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে, যা নভেম্বরের তৃতীয় সপ্তাহে চালু হবে। এ ক্ষেত্রে প্রবাসী ভোটারদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
ভোটদান প্রক্রিয়া সম্পর্কে ইসি বলেন, ইতোমধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, তারা সরাসরি এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে ইসি।
তিনি আরও বলেন, এবারের প্রবাসী ভোটারদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না। যদিও প্রতিটি ভোটের জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৭০০ টাকা।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোটাধিকার মৌলিক অধিকার। আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসীদের সেই অধিকার নিশ্চিত করা। এই উদ্যোগের মাধ্যমে সেই পথচলার সূচনা হলো।’
তিনি বলেন, ‘এবার ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিষয়টি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পথে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC