
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের সহায়তায় কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে খোলা হয়েছে হেল্পডেস্ক। নবীন শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ, দিক নির্দেশনা, কলম বিতরণ, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা ও কলেজ সম্পর্কিত অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে এই হেল্প ডেস্কটি খোলা হয় বলে জানান ছাত্রদল নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাহিদুল হাসান, স্বর্ণা, আনাস, সাজ্জাদ, সবুজ, মুন্না, নাহিদ, ইয়াসিন, মাহমুদুলসহ অন্যান্যরা।
নবীন শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, আমরা অনেক খুশি বড় ভাইদের সহযোগীতা পেয়ে। কোথায় গিয়ে ফর্ম ফিলাপ করবো, কিভাবে করবো, ভাবতেই ভয় লাগছিলো। উনাদের সহযোগীতায় খুব দ্রুত ভর্তি হতে পেরেছি।
নবীন শিক্ষার্থী হাবিব বলেন, আমরা নতুন, এখানে আমাদের কেউ পরিচিত নেই। আমি হেল্প ডেস্ক থেকে সহযোগীতা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ।
ছাত্রদল নেতা জাহিদুল হাসান বলেন, আমরা চেষ্টা করেছি ভর্তি হতে এসে কোন শিক্ষার্থী যাতে ভোগান্তির শিকার না হয়। পাশাপাশি চেয়েছি আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদানের জন্য। আমাদের সরকারি কলেজ শাখা ছাত্রদেলর নেতাকর্মীরা সকাল থেকে পরিশ্রম করছেন সেজন্য তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।