মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাম্য ও সম্প্রতির স্লোগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রিয় নিবার্হী সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু, নবীনগর উপজেলা যুব দলের আহবায়ক ও নবীনগর সদর প্রেস ক্লাবের সভাপতি মো. এমদাদুল বারী, প্রিন্সিপ্যাল এনামুল হক কুতুবিসহ অন্যান্যরা।
নবীনগর সদরের প্রধান প্রধান সড়কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্যাঢ র্যালি শেষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জীবনী, দর্শন ও আল্লাহতালার প্রেরিত পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করা হয়।
এ সময় বিশ্ব শান্তি কামনায় সাম্য ও সম্প্রতির বার্তা দেন আলোচকরা। মানুষের সাথে মানুষের সৌহার্দপূর্ণ বার্তা দিয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC