ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন শেষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও উপজেলার এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ এ কমিটিটি ঘোষণা করেছেন।
শুক্রবার (৮ আগষ্ট ২০২৫) বিকালে সাতমোড়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
সাতমোড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. পারবেজ মিয়ার সঞ্চালনায় ও আহবায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয়কৃষক দলের সহ-সাধারণসম্পাদক, জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম
উদ্বোধক ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী মো. জহিরুল হক জুরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন খানসহ অন্যান্যরা।
কে এম মামুন অর রশিদ বলেন, নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে আমার কৃষক দলের কর্মীরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে যাকেই বিএনপির মনোনয়ন দেয়া হউক প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষের ভোটের জন্য কাজ করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC