
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৫, ৬:২৫ পিএম
নবীনগরে সাংবাদিক তুহিনের হত্যাকারিদের বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে সাংবাদিক আশাদুজ্জামান তুহিনের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবিতে নবীনগরের সাংবাদিক সমাজ ও আপামোর জনগনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগষ্ট) বিকালে নবীনগর সদরস্থ জেলা পরিষদ ডাংক বাংলোর সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় ও সাংবাদিক মো. আনোয়ার খলিলুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক মাহাবুব মোর্শেদ, সাংবাদিক হাজী মো. কাউছার আহম্মেদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. আলমগীর হোসেন, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক এরশাদ, সাংবাদিক শেখ মিহাদ, সাংবাদিক আশরাফুল হক, সাংবাদিক শাহ পরান, সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক সাইদ রাহাত, ব্যবসায়ী আহাদ মিয়াসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আশাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার খলিলুর রহমানকে ফেসবুকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে উপজেলার সকল সাংবাদিককে ভেদাভেদ ভুলে গিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের সাথে থাকার আহবান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC