
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে খালের মাটি বেআইনিভাবে বিক্রি করার নিউজ করায় নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার বিন খলিলুরকে ফেসবুক মেসেঞ্জারে মাজেদুল হক নামে অজ্ঞাত ব্যক্তির হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগস্ট ২০২৫) বিকালে নবীনগরস্থ জেলা পরিষদ ডাক বাংলোর সামনে নবীনগরের সাংবাদিক সমাজ ও সচেতন মহলের ব্যানারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, সাংবাদিক খান জাহান আলী চৌধুরী, সাংবাদিক সফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক মো. আবুল কালাম, সাংবাদিক রবিউল ইসলাম রুবেল, সাংবাদিক রবিউল আলম সবুজ ভূঁইয়া, সাংবাদিক সঞ্জয় শীল, ব্যবসায়ী জয়নাল মিয়া, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান তোষারসহ অন্যান্যরা।
সাংবাদিক আনোয়ার বিন খলিলুর বলেন, আমরা হামলা,জখম আর হত্যার পর সমবেদনা জানাই, মানববন্ধন করি। বেঁচে থাকতে যদি দাঁড়াতাম তাহলে সাংবাদিকদেরকে কেউ হত্যা তো দূরে থাক হুমকিও দিতে পারতো না। এছাড়া আমরা নিজেদের পরিচিত মানুষের জন্য দাঁড়াতে লজ্জা পাই, ভয় লাগে। আমাদের সবারই উচিত আগে নিজের ঘরের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ভেদাভেদ ভুলে, নিজের স্বার্থ ভুলে, ইগো ত্যাগ করে পাশে দাঁড়ানো। আমি নিউজ করাতে আমাকে যে হুমকি দিলো তাতে আমি হতাশ। আমরা তাহলে কি করবো। নিউজ করা বাদ দিয়ে দিবো? আমি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আজকে যারা আমার সাথে একাত্মাতা প্রকাশ করেছেন ও দাঁড়ানোর জন্য।